মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির হাইকমান্ড যাকেই ‘ধানের শীষ’ প্রতীক প্রদান করবেন, তাঁর পক্ষেই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে বিজয় নিশ্চিত করার শপথ নিয়েছেন দলটির আটজন মনোনয়নপ্রত্যাশী।
রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথসভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের উপস্থিতিতে এ শপথ গ্রহণ করেন তাঁরা। সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।
দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্বে মনিরামপুরে দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছিল—একটি নেতৃত্ব দিচ্ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, অন্যটির নেতৃত্বে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। তবে মুছার মৃত্যুর পর কিছুটা ঐক্য ফিরে এলেও নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন ইস্যুতে আবারও বিভক্তির আশঙ্কা দেখা দেয়।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি জেলা নেতাদের উপস্থিতিতে আটজন মনোনয়নপ্রত্যাশীকে ডেকে বৈঠক করেন। সেখানে সকলেই প্রতিশ্রুতি দেন—দল যাকেই প্রার্থী করবে, সবাই তাঁর পক্ষে কাজ করবেন।
এর ধারাবাহিকতায় রোববারের যৌথসভায় নেতাকর্মীদের সামনে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে হাত মিলিয়ে আট প্রার্থী একে অপরের হাত ধরে উঁচু করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন—ধানের শীষের বিজয়ই হবে সবার লক্ষ্য।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন—উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, যশোর আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট এম. এ. গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, প্রয়াত বিএনপি নেতা মোহাম্মদ মুছার পুত্র কামরুজ্জামান শাহিন এবং প্রয়াত সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা বেগম (তিনি অসুস্থ থাকায় সভায় উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনে সংহতি জানান)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
এ সময় ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই ঐক্যের বার্তা দিয়ে বলেন—দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করাই এখন মনিরামপুর বিএনপির একমাত্র লক্ষ্য।

