কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক। প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন। তাছাড়া বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দলের প্রতীক রিকসা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “দেশে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামি মূল্যবোধে ফিরে আসা ছাড়া কোনো পথ নেই। খেলাফত প্রতিষ্ঠা মানে মানুষের অধিকার ও ন্যায়ের সমাজ গঠন। জুলাই জাতীয় সনদের দাবি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু অবিচারের বিরুদ্ধে আপসহীন।”
তিনি স্মরণ করেন, “আমি যখন অন্যায়ভাবে জেলবন্দি ছিলাম, তখন কুলিয়ারচরে আমার মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ার অপরাধে ৪৯ জন কারাবন্দি হয়েছিল। আজ আমাকে ভালোবসার সেই স্মৃতি আমাদের অনুপ্রেরণা জোগায়।”
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি নাসির উদ্দিন রহমানি ব্যস্ত থাকায় সরাসরি বক্তব্য দিতে পারেননি।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাপ্তিতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

