শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রামজীবনপুর গ্রামেরআক্তার সরদারের পুত্র আব্দুল কাদের ও আবুল হোসেন। বর্তমানে গোলাম মোস্তফা এখন সর্ব শান্ত অতিকষ্টে দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনায় গোলাম মোস্তফা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। নির্বাহী কর্মকতা বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরণ করে। ইউপি চেয়ারম্যান বিষয়টি তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হওয়ায় ইউএনও বরাবর প্রতিবেদন দাখিল করেছেন। প্রতারকরা হাতিয়ে নেয়া ৩৬ লক্ষ টাকার প্রমাণ পাওয়া গেছে।
কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের জমাত আলী সরদারের পুত্র সৌদি প্রবাসী গোলাম মোস্তফার অতিকষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে প্রতারকদের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করেছেন গত ২০২২ সাল থেকে ৩৬ লক্ষ টাকা বিভিন্ন সময় দফায় দফায় গ্রহন করা হলেও গোলাম মোস্তফার টাকা ফেরত না দিয়ে তালবাহানা করছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর স্বাক্ষরিত তদন্ত রিপোর্টে আব্দুল কাদের ও আবুল হোসেন প্রতারনা করায় শাস্তি যোগ্য অপরাধ মর্মে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সৌদি প্রবাসী গোলাম মোস্তফার কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে যথাযথ আইনের আশ্রয় নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.