খুলনা প্রতিনিধি
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের বিএনপির মনোনয়ন নিয়ে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং বৈঠকের পরই আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে ডাক পেয়েছেন তিন প্রার্থী: কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। এ বিষয়ে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু জানিয়েছেন, জেলা পর্যায়ের পক্ষ থেকেও তাকে বৈঠকে ডাকা হয়েছে।
মন্টু বলেন, “দলীয় ঐক্য বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা বৈঠকের মূল আলোচনা বিষয় হতে পারে। তবে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে বৈঠকের পর অপেক্ষা করতে হবে।”
বৈঠকটি রাজনীতির কেন্দ্রবিন্দুতে যে আলোচনার সূত্রপাত করবে, তা খুলনা-৪ আসনের নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.