তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, ”আমরা সকল রাজনৈতিক প্রতিহিংসা ছেড়ে দ্বিধা দ্বন্দ্ব ভুলে আসুন এক হয়ে অবহেলিত নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করি।”
আজ বুধবার পিরোজপুর জেলার নাজিরপুরের ১ নং মাটিভাংঙ্গা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রনাথ কান্তি রায়ের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পিরোজপুর জেলা যুবলীগ এর সভাপতি আক্তারুজ্জামান ফুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, আওয়ামীলীগ নেতা নব নির্বাচিত ০৭ নং শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, ০৪ নং দীর্ঘার সাবেক ইউপি চেয়ারম্যান শাহ-আলম আকন, বিশিষ্ট সমাজ সেবক এস এম নজরুল ইসলাম বাবুল এবং নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুখরঞ্জন প্রমুখ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।