নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর "গাছা প্রেসক্লাব" এর ২০২৫-২০২৬ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এলাকার সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্য ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সাংবাদিক আরিফ মৃধা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের আব্দুল হামিদ খান।
শনিবার সন্ধ্যায় বোর্ডবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সদস্য মামুন সরকার এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল হামিদ খান।
নবগঠিত এই ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম মন্ডল, যুগ্ম সম্পাদক মোঃ আনিসুল ইসলাম প্রাইম টিভি, গাজীপুর জেলা প্রতিনিধি। সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দৈনিক নতুন দিন, জেলা প্রতিনিধি অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দৈনিক নববানী, মহানগর প্রতিনিধি দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ, দৈনিক পল্লী বাংলা মহিলা বিষয়ক সম্পাদিকা সাবরিনা জাহান ময়না,দৈনিক আলোকিত প্রতিদিন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন জিয়া, দৈনিক আলোর জগত কার্যনির্বাহী সদস্য মোঃ মাহবুবুল হক মাহবুব, এটিএন নিউজ এম আর নাসির উদ্দিন,
দৈনিক যুগান্তর মোঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সমাচার মোঃ সেলিম হোসেন, বাংলা নিউজ টিভি
নবনির্বাচিত সভাপতি আরিফ মৃধা তাঁর প্রতিক্রিয়ায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "সকলের আস্থা ও সমর্থনে আমরা এই নতুন দায়িত্ব গ্রহণ করলাম।
গাছা প্রেসক্লাবকে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"
সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বলেন, "এই কমিটি গঠন প্রক্রিয়ায় ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে গাছা এলাকার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। আমরা সম্মিলিতভাবে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.