হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন—সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন যুবক জানান, আগুন লাগার পর তারা দ্রুত এগিয়ে না এলে আরও কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারত।অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

