হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ( ২৬ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী কিশোর বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর শ্যামলী পাড়া এলাকার মনির মিয়ার শারীরিক প্রতিবন্ধী কিশোরী পুত্র আব্দুল হাকিম (১৭) শনিবার বিকেলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আন্দিউড়া ইউনিয়নের ফয়সাল চৌধুরীর ছেলে শাওন (২০), মাধবপুর পৌরসভার শিবপুর এলাকার মতিউর মিয়ার ছেলে সোলাইমান (২১), কৃষ্ণনগর এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে শাকিল (২১) ও ফারুক মিয়ার ছেলে ইয়ান(২৯) এবং ইরফান (২১) সহ ১৫/২০ জন মিলে তাকে অপহরণ করে গরুর বাজার মাঠে নিয়ে যায়।
সেখানে একদফা মারধর করে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় মারধর করে ওই বাড়ির ছাদে নিয়ে তৃতীয় দফায় আবারও মারধর করে। দুর্বৃত্তরা মারতে মারতে একপর্যায়ে আব্দুল হাকিম এর বামহাত ভেঙ্গে ফেলে এবং তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভয় পেয়ে আব্দুল হাকিম দুর্বৃত্তদের আড়াই লাখ টাকা দিবে বললে তাকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পেয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে রোববার বিকেলে আব্দুল হাকিম মাধবপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.