শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর হাসপাতাল পুনর্নির্মাণ করার লক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করেছেন।
জাইকা’র ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট (স্থপতি) ইয়োশিয়া নাকানিশি (Yoshiya NAKANISHI)-এর নেতৃত্বে ২ জন প্রতিনিধি এই পরিদর্শনে অংশ নেন।
হাসপাতালটির অবকাঠামো এবং সার্বিক অবস্থা ঘুরে দেখেন জাইকা প্রতিনিধিরা। এ সময় তারা হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামোর মান এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নরসিংদী সদর হাসপাতালকে আধুনিক ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির, মেডিকেল অফিসার, সহকারী প্রকৌশলী (এইচইডি), উপ-সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা হাসপাতালটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
জাইকা’র এই পরিদর্শন নরসিংদী সদর হাসপাতালের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর করে একটি আধুনিক, মানসম্মত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.