রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের ধানখালি গ্রামের চর মাঠ সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে সকাল থেকেই দর্শকেরা ছুটে আসেন। শিশু, কিশোর থেকে প্রবীণ—সকলেই উচ্ছ্বাসে মুখরিত। দুপুরের দিকে মাঠের চারপাশ কানায় কানায় ভরে যায়।
বিভিন্ন জেলা ও উপজেলার ৫০টি ষাঁড় অংশগ্রহণ করে। মোল্লারহাট উপজেলা থেকে আগত হাবিব শেখ বলেন, “আমরা গ্রামের ১৫ জন একসাথে এসেছি। ষাঁড়ের লড়াই দেখার আনন্দ সত্যিই আলাদা।”
উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, আবুল হোসেন বাবু, এস কে নাসির আহমেদ,জামাল বিশ্বাস,লিটন চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।
আয়োজকরা জানান, ষাঁড়ের লড়াই শুধু বিনোদনের জন্য নয়; এটি গ্রামীণ সমাজে সামাজিক ঐক্য ও সংস্কৃতির প্রতীক। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে বাংলার গ্রামীণ জীবনধারা ও সংস্কৃতির সৌন্দর্য জীবন্ত থাকবে।
মাঠে উপস্থিত দর্শকরা আনন্দে মাতোয়ারা ছিলেন। এই ষাঁড়ের লড়াই যেন এক মুহূর্তের জন্য সবাইকে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.