স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় বেসিক ব্যাংকের কর্মকর্তা মিরাজ মিয়া (টিপু) (৪৫)নিহত হওয়ার ঘটনায় তাঁর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নিহতের মরদেহ যখন চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন সৃষ্টি হয় হৃদয়বিদারক এক পরিবেশ।
নিহতের মরদেহ একনজর দেখতে এলাকার শত শত নারী-পুরুষ ও সহপাঠীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়া (টিপু) সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নরসিংদীতে কর্মস্থলে যাওয়ার পথে সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া নিমতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মিরাজ মিয়া চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের মৃত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা **আবদুল জব্বার মিয়ার** ছেলে। তিনি নরসিংদী বেসিক ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সোমবার আসরের নামাজ শেষে বড়বাড়িয়া শাহী ঈদগাহ ময়দানে মরহুম মিরাজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.