আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বিমাতা ভাইয়ের কাগজপত্র চুরি করে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে তালিকাভুক্ত হওয়া আনছারুজ্জামানকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি প্রদানের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নাংলা গ্রামের মৃত কারাচাদ মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন মোল্লা। তিনি অভিযোগ করেন, তার বিমাতা ভাই আনছারুজ্জামান বাড়িতে থাকা অবস্থায় তার মুক্তিযোদ্ধা সংক্রান্ত সকল কাগজপত্র চুরি করে নিজের নামে ব্যবহার করে মুক্তিযোদ্ধা পরিচয় অর্জন করেন এবং সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছেন।
জামালউদ্দিন মোল্লা বলেন, “১৯৭১ সালে আমি যশোর সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিই। কিন্তু আনছারুজ্জামান যুদ্ধ শুরুর আগেই পালিয়ে খুলনায় চলে যায়। স্বাধীনতার পর সে আমার কাগজপত্র ব্যবহার করে মুক্তিযোদ্ধা সেজে যায়।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি গত ২০২২ সালে জামুকায় (জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি) অভিযোগ করেন। একাধিক শুনানি ও তদন্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) তদন্ত পরিচালনা করেন। তদন্তে আনছারুজ্জামানকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়।
জামালউদ্দিন মোল্লা বলেন, “ইউএনও ও এসি (ল্যান্ড) উভয়ের তদন্তে প্রমাণিত হয়েছে যে, আনছারুজ্জামান কোনো মুক্তিযোদ্ধা নন। তিনি আমার কাগজপত্র ব্যবহার করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন। আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি— তার নাম বাতিল করে আমাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হোক।”

