Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চুরির অভিযোগে টিসিবি পণ্যভর্তি রিকশা আটকালেন এলাকাবাসী

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে টিসিবির পণ্য চুরির অভিযোগে রিকশাভর্তি পণ্য আটক করার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) শহরের ঘোপের মাহমুদুর রহমান স্কুল প্রাঙ্গণে এটি ঘটে।

স্থানীয়রা জানান, স্কুলের একটি কক্ষে চাল, ডাল, তেল ও চিনি গুদামজাত করা হয়েছিল। রবিবার বিকেল চারটার দিকে দুই যুবক রিকশায় পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তা নজরে আসে। কিছুক্ষণ পরে আরও কয়েকজন একত্রিত হয়ে রিকশা আটক করেন এবং ডিলারের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেন। যদিও তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন উত্তর দেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, এই পণ্যগুলো স্থানীয়দের জন্য বরাদ্দ থাকলেও অন্য এলাকায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে এলাকার চাপের কারণে পণ্যগুলো আবার স্কুলের গোডাউনে রাখা হয়।

তবে ডিলার সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, “এটি চুরি নয়। কিছু পণ্য পূর্বে নিলে যাওয়া হয়নি, তাই স্কুলে রাখা হয়েছিল। এখন অ্যাপস সিস্টেম চালু থাকায় চুরি হওয়ার সুযোগ নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।