নিজস্ব সংবাদদাতা কচুয়া,বাগেরহাট
কচুয়ায় স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা আজ সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নের সব কয়টি ইউনিয়নে কর্মীসভার মাধ্যমে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলার ইউনিয়ান কমিটি গঠিত হাওয়ায় ৬ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটির কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কচুয়া উপজেলা বিএনপি অফিস থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার বিএনপি অফিসে এসে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নাজমুল আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ,অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, জেলা কমিটির সদস্য ওবায়দুল হোসেন তিমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহাগ খান, নাদিম শেখসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কচুয়া সদর ইউনিয়নের আহবায়ক শরিফুল ইসলাম রুবেল, রাড়িপাড়া ইউনিয়নের আহবায়ক মিরাজ শেখ, গোপালপুর ইউনিয়নের আহবায়ক শাওন, ধোপাখালি ইউনিয়নের আহবায়ক পারভেজ,মঘিয়া ইউনিয়নের আহবায়ক ইমরান শেখ, বাধাল ইউনিয়নের আহবায়ক মফিজুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ।

