Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমন ধানের রোগবালাই দমনে কাজ করছে পত্নীতলার কৃষি অফিস

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

কৃষকদের স্বপ্নের আমন ধানকে যথাযথভাবে ঘরে তুলতে আমন ধানের ক্ষতিকর পোকা ও রোগবালাই দমনে কাজ করছে পত্নীতলা উপজেলার সরকারি কৃষি অফিস।

বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আমন ধানের সমারোহ।
উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৪শ ২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান৮৬, ব্রিধান৮৭, ব্রিধান৯৫, ব্রিধান১০৩, বিনা১৭ ও স্বর্ণা-৫ সহ বিভিন্ন স্থানীয় জাতের আমন ধান চাষ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,কেউ জমিতে সেচ দিচ্ছেন,কেউ কীটনাশক প্রয়োগ করছেন। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, কৃষক সমাবেশ, মাঠ পরিদর্শন ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
কৃষি অফিস থেকে বলা হচ্ছে কার্যকরভাবে রোপা আমন ধানের রোগবালাই দমনের জন্য মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করা, পোকার উপস্থিতি যাচাইয়ের জন্য নিয়মিত আলোর ফাঁদ ব্যবহার করা এবং আক্রান্ত জমিতে অনুমোদিত সঠিক দানাদার বা তরল কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করার পরামর্শ প্রদান করা হচ্ছে।

উপজেলার পার্টিচোরা ইউনিয়নের আমবাটি গ্রামের কৃষক সাগর (৩৪) বলেন, তিনি এবার প্রায় ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন এবং কৃষি অফিস থেকে রোগবালাই দমনে বিভিন্ন পরামর্শ পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আমন ধানের ভাল ফলন পেতে হলে সঠিক সময়ে সঠিক নিয়মে বালাইনাশক প্রয়োগের কোন বিকল্প নেই।রোগবালাই দমনে আইপিএম পদ্ধতি প্রয়োগে কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কৃষক সমাবেশ,স্পট মিটিং করা হচ্ছে।”এছাড়াও তিনি কৃষকদের মানসম্পন্ন বালাইনাশক ব্যবহারের উপরে জোড় দেন এবং বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে বিভিন্ন বালাইনাশক একসাথে মিশ্রণের ব্যপারে নিরুৎসাহিত করেন।তার মতে “এতে বালাইনাশকের কার্যকারিতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সঠিক মাত্রায় সার প্রয়োগও খুবই গুরুত্বপূর্ণ”।কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।