মাদারীপুর প্রতনিধি
মাদারীপুরে চোর সন্দেহ করে এক বছরের শিশুসহ দুই নারীকে দুই ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্বর্ণ ব্যবসায়ি গোপাল চন্দ্র ঘোষের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর দাবি ওপর একটি দোকান থেকে হাতের চুরি কিনতে গিয়েছিল সে।পরে তাদেরকে চোর বলে আটকে রাখে।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌর শহরের পুরাতন বাজার স্বর্ণ পট্টিতে এ ঘটনা ঘটে।এদিকে এ ঘটনায় রাতে ভুক্তভোগী ওই নারী মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তালতাল এলাকার শশুর বাড়িতে থেকে ওই নারী তার এক বছরের মেয়ে শিশুর জন্য রুপার একটি চুরি কেনার জন্য পুরান বাজার স্বর্নকার পট্রিতে যান।পরে একটা দোকান থেকে রুপার চুরি কিনতে গেলে ওই স্বর্ন ব্যবসায়ি তাকে চোর বলে একটি স্বর্নের দোকানে ওই নারী ও তার এক বছরের শিশু এবং নোনদকে দুই ঘন্টা আটকে রেখিছিল।পরে ওই ভুক্তভোগী নারীর পরিবার তাকে কেন আটকে রাখা হয়েছে জানতে চাইলে বলে ,সিসিটিভির ফুটেজে আছে। কিছুক্ষণ পরে ওই স্বর্ণ ব্যবসায়ী বলে সিসিটিভি নষ্ট। ঘটনায় স্বর্ণ ব্যাবসায়ী কোন প্রমাণ দেখাতে না পারায়। ওই নারীর মান সম্মান নষ্ট হওয়ায় স্বর্ণ ব্যবসায়ির বিচার চেয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বলেন, স্বর্ণ ব্যবসায়ী আমাকে একটি দোকানে দুই ঘন্টা আটক রেখেছে।এতে আমার মান সম্মান নষ্ট হয়েছে আমি তার সঠিক বিচার চাই।
অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ বলেন, আমার তাকে সন্দেহ হয়েছে। পরে আমি সেক্রেটারিকে জানালে সেক্রেটারি তাকে ৪৫ মিনিট আটকে রেখেছে। বিনা অপরাধে আপনি আটকে রাখতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি আটকাই নাই, আটকাইছে সেক্রেটারি।
এদিকে সেক্রেটারি কামাল হোসেন বলেন, স্বর্ণকারের কথায় তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে।
এ বিষয় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আদিল হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

