নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার দেয়া হয়েছে।
সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে কোরআন শরীফ বিতরণ করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মোঃ ফাহিম বিশ্বাস এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম।
এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরিফ উপহার হিসেবে প্রদান করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কোরআন উপহার কর্মসূচির প্রশংসা করে জানান, এর মাধ্যমে মুসলিম ধর্মালম্বী সাধারণ শিক্ষার্থীরা অর্থসহ কুরআন পড়তে আরো বেশি আগ্রহী হবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

