Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৫ বছরের অবহেলা শেষে উন্নয়নে তেরখাদার রামমাঝি–আড়ফাঙ্গাসিয়া সড়কটি

খুলনা প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর ধরে জনদুর্ভোগের প্রতীক হয়ে থাকা রামমাঝি থেকে আড়ফাঙ্গাসিয়া ব্রিজ পর্যন্ত রাস্তাটি অবশেষে সংস্কারের পথে। বর্ষার সময় কাদা, বড় বড় গর্ত এবং উঠে যাওয়া ইটের কারণে সাধারণ মানুষ চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি ছিলেন। শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারী এবং কৃষক—সবাইই প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতেন।

এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে আলো দেখিয়েছে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. তারেক হোসেন (পিলু মোল্লা)। তিনি গত ১৫ জুলাই দৈনিক পূর্বাঞ্চল-এর প্রতিনিধিকে রাস্তাটির দুরবস্থা সম্পর্কে অবগত করেন। সেই প্রতিবেদন প্রকাশিত হলে সড়কের সংস্কারের বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আসে।

উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা জানান, অনুমোদন মিলে গিয়েছে এবং শিগগিরই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সড়কটি সংস্কার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ শ্বাসের সুবিধা পাবেন এবং ঝুঁকি ও ভোগান্তি অনেক কমবে।

ভ্যানচালক সোহাগ হোসেন বলেন, “এবার কাজ শুরু হলে চলাচল অনেক নিরাপদ হবে। বর্ষার সময়ে গাড়ি চলাচলও সহজ হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, “দীর্ঘদিনের দুর্ভোগের পর অবশেষে স্বস্তি পেলাম। আশা করছি, খুব দ্রুত কাজ শুরু হবে।”

দীর্ঘ ১৫ বছরের অবহেলার পর প্রশাসনের উদ্যোগ ও স্থানীয় তৎপরতায় রামমাঝি–আড়ফাঙ্গাসিয়া সড়ক নতুন জীবন পেয়েছে। এলাকাবাসী আশাবাদী, খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও নিরাপদ ও চলাচলের উপযোগী হয়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।