সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ওমেদপুর গ্রামে সোমবার জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আদালতে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও আইন অমান্য করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ ব্যক্তি আহতের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন ৭ ব্যক্তি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওমেদপুর এলাকার তরুণ মেম্বর ও কাজী শিপন সমর্থক রিপন মীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে নিয়ে বিজ্ঞ আদালতে রোববার কাজী শিপন ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে উভয় পক্ষের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আবেদনটি মঞ্জুর করেন এবং আদেশটি মহম্মদপুর থানায় প্রেরণ করেন।
কাজী শিপন ১৪৪ ধারা লঙ্ঘন করে ঘটনার দিন সকালে তরুণ মেম্বর সমর্থক রিপন মীরের জায়গা দখল করতে যান। এ সময় কাজী শিপনের সমর্থকরা ও তরুণ মেম্বর সমর্থক রিপনের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠি, ছ্যানদা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয় এবং এ সময় সাতজন গুরুতর আহত হয়ে ফরিদপুর, ঢাকা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতরা হলেন- মো. তারা মিয়া (৫৫), মো. রফিকুল ফকির (৩০), মো. শরীফ মোল্লা (১৬), মো. সাবু মিয়া (৫০), মো. কালাম মল্লিক (৪৫), মো. শাহিন (৩২) ও মো. রাজু আহমেদ।
ওমেদপুর এলাকার তরুণ মেম্বর বলেন, তার সমর্থক রিপনের নিজের সম্পত্তিতে বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। সেই জমি কাজী শিপন গোপনে তার নামে রেকর্ড করে নেয়। এ ঘটনায় দু’জনের মধ্যেই বিরোধ আরও চরম পর্যায়ে পৌঁছায়। বিষয়টি নিয়ে কাজী শিপন ১৪৪ ধারার আবেদন করলেও সেটি নিজেই ভঙ্গ করে তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। অন্যদিকে, প্রতিপক্ষ কাজী শিপন বলেন, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে সকালেই পুলিশ উপস্থিত হওয়ার আগেই সেখানে স্থানীয়রা জড়ো হন এবং বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান এ প্রতিবেদক কে বলেন-ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.