সামসুল হক জুয়েল, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে ডাকা হয়।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যগণ। সোমবার বরিশাল-রাজশাহী, খুলনা-সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিভাগভিত্তিক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঞ্চালনায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা যায়, গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশনা পেয়ে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা তখন থেকেই নিজ নিজ এলাকায় গিয়ে কাজ শুরু করেন। এসব প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে সম্প্রতি তারেক রহমান দলের বাইরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশাজীবী, প্রতিষ্ঠান ও সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তিনি প্রায় প্রতিটি আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী পেয়েছেন বলে জানিয়েছে বিএনপির একাধিক শীর্ষ নেতা। তবে প্রতিটি আসনে বিএনপি একক মনোনয়ন দিতে চায়। এজন্য মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী তিনি পেয়েছেন। কিন্তু প্রার্থী করতে হবে একজনকে। এজন্য অনেকে যোগ্য হলেও বাদ পড়বেন। তবে এজন্য যাতে দলের মধ্যে কোন ধরণের দ্বন্দ্ব-বিভেদ তৈরি না হয়। সবার আগে দল ও দেশের স্বার্থ বিবেচনা করতে হবে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলেও এখনো অদৃশ্য শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ১/১১’র মতো পরিস্থিতি সৃষ্টি চেষ্টা চলছে। তাই যেকোন মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সকলকেই তার যোগ্যতা অনুযায়ী স্থানে কাজ করার সুযোগ করে দেয়া সম্ভব হবে। কিন্তু দ্বন্দ্ব-বিভেদের কারণে যদি ভিন্ন কোন পরিস্থিতি আসে তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। সভায় উপস্থিত গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, দেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসহ মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমানের ঐক্য ধরে রাখার নির্দেশনায় সম্মতি জানিয়ে সমস্বরে অঙ্গীকার করেন। সভায় সংশ্লিষ্ট বিভাগের স্থায়ী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের ডেকেছিলেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। প্রার্থিতা নিয়ে যেন কোন ধরণের বিভাজন, মনোমালিন্য না হয় সেটি সকলকে মেনে চলার নির্দেশনা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.