Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার সখিপুর চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি মোনাজাত গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে সে বিষয়ে এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রামীন খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিশু ও যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে বলে ইউএনও মিলন সাহা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।