বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আওয়ামী সন্ত্রাসীদের লাঠি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে বরিশালের বাবুগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বাবুগঞ্জ বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা এ সময় আওয়ামী সন্ত্রাস ও নিরীহ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা আজ চরম সংকটে। সরকারের দমননীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলাম ও মানবতার পক্ষের রাজনীতি যারা করে, তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.