তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা পুরাতন হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি ইদ্রিস আলীর সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
এছাড়াও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, অ্যাডভোকেট মশিয়ার রহমান ও জেলা ছাত্রশিবিরের নেতা নাহিদ হাসান।
বক্তারা বলেন, ২০০৬ সালে তৎকালীন সরকার পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে শহীদ করে। আজও সেই হত্যার বিচার হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

