ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় সোনাগাজী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাম হোসেন পবিরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জাহেদ হোসেন বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, ইউনুস খান রুবেল, ফখরুল ইসলাম সুমন, ইমাম হোসেন মেসকিন, শামছুল আলম, আজাদ হোসেন খোকন, মীর্জা তানিম, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি।
সমাবেশে উপস্থিত নেতারা যুবদলের গৌরব ও ঐতিহ্য স্মরণ করে দলের উন্নয়ন ও সক্রিয়তাকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

