নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) মাধবদী ও বেলাব থানায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
মাধবদী থানাধীন কুড়েরপাড় এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বিকেল ৩টা ১০ মিনিটে অভিযান চালিয়ে সুখী ডাইং কারখানার সামনে রাস্তার উপর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাদশা মিয়াকে গ্রেফতার করে। বাদশা মিয়ার পিতার নাম রুসমত আলী।
অপরদিকে, বেলাব থানা পুলিশের একটি টিম সকাল ৬টা ৩০ মিনিটে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. হৃদয় মিয়াকে গ্রেফতার করে। হৃদয় মিয়া বয়স ২২ বছর, পিতার নাম শুকুর আলী, সাং—ভবানীপুর, পোঃ-মহাদেবপুর, থানা—শিবালয়, জেলা—মানিকগঞ্জ।
পুলিশ জানায়, উভয় ঘটনার বিষয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের গ্রেফতার ও মাদক নির্মূলে নরসিংদী জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.