দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এবছর বিশ্ব-শিক্ষক দিবসে জেলা পর্যায়ে গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ১০২ নং তালবাড়িয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান। বিশ্ব-শিক্ষক দিবস-২০২৫ এ জেলার গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গুনী এ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাক আহমদ, সহকারী শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনুর আরেফীন ও মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এরআগে ২০২৪ সালে মো. জিয়াউর রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জণ করেন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হোন। জেলার শ্রেষ্ঠ ও গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় দৌলতপুরের সর্বস্তরের শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা পর্যায়ে গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তালবাড়িয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান বলেন, পেশাগত দায়িত্বের স্বীকৃতি স্বরুপ পুরুস্কার ও সম্মাননা প্রাপ্তি একদিকে যেমন সম্মান ও গৌরবের, অপরদিকে পেশাদারিত্বের দায়বদ্ধতাও বাড়িয়ে দেয়। শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভাল কিছুর ইচ্ছা পোষন করেন তিনি।

