দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে লগি-বৈঠার তান্ডব চালিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার জিয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও দুর্গাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল বারী সোহরাফ এবং উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নিরপরাধ মানুষ হত্যা ও দমন-পীড়নের মাধ্যমে ভীতি সৃষ্টি করার চেষ্টা চলছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণকে নিয়ে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পৌর আমীর মোঃ নুর আলম, উপজেলার সাতটি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীসহ অসংখ্য নেতাকর্মী।

