বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে লগি বৈঠা দিয়ে হত্যাযজ্ঞের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি “ফ্যাসিবাদ নিপাত যাক”, “শহীদদের রক্ত বৃথা যেতে দেব না”— এসব স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবন আওয়াল (আরমান)।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ রাসেল মাহমুদ, বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, ধানুয়া কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। লগি-বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা দিয়ে নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা মানবতার ইতিহাসে জঘন্যতম ঘটনা। আজও সেই ভয়াল দিনের স্মৃতি মনে পড়লে শিউরে ওঠেন বিবেকবান মানুষ। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে প্রতিবাদের ঝড় উঠেছিল, কিন্তু এখনো সেই নৃশংস ঘটনার বিচার হয়নি।
প্রধান অতিথি মাওলানা আদেল ইবন আওয়ান (আরমান) বলেন,“গত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। তাদের দমননীতির কারণে আজ অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে— পরিবর্তনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.