শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও পূজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট কালিদাস বড়ালের ২১তম মৃত্যু বার্ষিকী অনাড়ন্বরভাবে শুক্রবার (২০ আগস্ট) চিতলমারীতে পালিত হয়েছে।
এই দিন নিহতের সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।করোনা মহামারির কারনে এবার স্মরণ সভা হয়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে চরবানিয়ারী গ্রামে কালিদাস বড়ালের সমাধিতে নানা পেশার ব্যক্তিগণ ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা জানান চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, কালিদাস বড়ালের সহধর্মিনী হেপী বড়াল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব আইনজীবি অমিতাভ বড়াল বাপ্পী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ্যাডভোকেট শম্ভূনাথ রায়, কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রী) মহাবিদ্যালয়, বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে কালিদাস বড়ালকে হত্যা করে। দেশের সর্বোচ্চ আদালত এই মামলার চুড়ান্ত রায়ে দুই জনের ফাঁসির দন্ডাদেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.