Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য শোভাযাত্রায় দৌলতপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজার থেকে সেন্টারমোড় পর্যন্ত এ র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও শোভাযাত্রা যুবদলের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।

পরে সেন্টারমোড়ের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লার হোসেন, সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, রিনেট আল রাজী, যুবদল নেতা লিটন জোয়াদ্দারসহ বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।