দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজার থেকে সেন্টারমোড় পর্যন্ত এ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও শোভাযাত্রা যুবদলের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।
পরে সেন্টারমোড়ের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লার হোসেন, সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, রিনেট আল রাজী, যুবদল নেতা লিটন জোয়াদ্দারসহ বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

