Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা: “ধানের শীষ পরাজিত হলে দেশ আবার পাকিস্তান হবে” — এম. এ. সালাম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে কেআর কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম। তিনি বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত দল। এই দলই স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ যদি পরাজিত হয়, তাহলে দেশ আবার পাকিস্তান হবে বা আফগানিস্তান হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করা দল আজও নানা কৌশলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে। মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। আপনারা সতর্ক থাকলে এবং আপনার সন্তানদের সতর্ক রাখলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড, বাগেরহাট জেলা ইউনিটের আহ্বায়ক মোঃ আকবর আজাদ। তিনি বলেন, “একদলের যাওয়ার জায়গা মামা বাড়ি, আরেক দলের পাকিস্তান, কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই। তাই স্বাধীনতার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে।” তিনি জামায়াতের বিভ্রান্তিকর ধর্মীয় প্রচারণা ও ক্ষমতার লোভ থেকে দূরে থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শামসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক এবং জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

এছাড়া বক্তব্য রাখেন মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ টুকু মিয়া শেখ, চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।