Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে নান্দাইল নতুন বাজার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমডি মামুন বিন আব্দুল মান্নান বলেন,

“যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রভাগে আছে।”

 

তিনি আরও বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই সংগঠনই আজ দেশে গণতন্ত্র ও ন্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান অবৈধ সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গ্রেপ্তার আতঙ্কে আন্দোলন থেমে থাকেনি; বরং আরও সংগঠিত হচ্ছে।”

 

এমডি মামুন আরও বলেন,

“দেশের প্রতিটি তরুণ আজ পরিবর্তনের স্বপ্ন দেখছে। যুবদলের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে দেশে শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার ফিরে আসবে।”

 

উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।