Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে স্ত্রীর পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

শেরপুরে স্ত্রীর পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত একাব্বর মিয়া (২৮) ওই গ্রামের মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার সন্তান।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বর মিয়ার পরকীয়ার সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ক্ষিপ্ত ফারুক ঘরের ভেতর থেকে ধারালো রামদা এনে বড় ভাই একাব্বরের মাথা, গাল ও শরীরে একাধিক কোপ দেয়।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে তার মৃত্যু হয়।

 

ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন, “আমার সঙ্গে পরকীয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করার পর একাব্বরকে কোপায়।”

 

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা বলেন, “একাব্বরকে সকাল ৯টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় আনা হয়। তার শরীরে গভীর ধারালো অস্ত্রের আঘাত ছিল।”

 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘটিত একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।