ফরিদপুর প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত হত্যাযজ্ঞের প্রতিবাদে ও শহীদদের স্মরণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২৮ শে অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জেলা শাখার উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা বদরুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা।
বক্তারা বলেন, ওইদিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াতের ওপর বর্বর হামলা চালায়, যাতে বহু প্রাণহানি ঘটে। কিন্তু আজও বিচার হয়নি। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বলেন। এছাড়াও আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.