সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃ্ষি অফিস থেকে সার ও সরিষার বীজ বিতরন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুস সোবাহান এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি মাগুরার অতিঃ উপ পরিচালক (সষ্য) কৃষিবিদ মো: আলমগীর হোসেন। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুম রানা, সিনিয়র সহ-সভাপতি মো: মাহামুদুন নবী ডাবলু সহ অন্যান্য সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫ হাজার ৬৯৫ জন কৃষক কে সরিষা, মসুর,গম,পেঁয়াজ মুগ ও খেসারী ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষক ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ১ কেজির সরিষা বীজ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.