হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ২ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট কর্তক আয়োজিত “ফায়ার ফাইটিং প্রশিক্ষণ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে হোসেনপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে
প্রশিক্ষণের আয়োজন করে হোসেনপুর সরকারি কলেজ।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল বাসেত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ২লেঃ মোঃ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ লেঃ প্রীতবাস সরকার বিএনসিসিও হোসেনপুর সরকারি কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ লেঃ রমজান আলী, পিউও মতিউর রহামন,টিইউও ওমর ফারুক, তৌহিদুলইসলাম ও ফায়ার সার্ভিসের পরিদর্শক সুশান্ত কুমার দে মন্ডল।
প্রশিক্ষণে ২ বিএনসিসি ব্যাটালিয়নের অধীন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের অগ্নি নির্বাপণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.