Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া ) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খোকসা (কুষ্টিয়া ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে খোকসা পৌর বিএনপির উদ্যোগে আজ সকালে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় খোকসা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন খোকসা পৌর বিএনপির সভাপতি এ. জেড. জি. রশিদ রেজা বাজু এবং সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরিফ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ. বি. এম. হাফিজুল করিম, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাবিব, খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সাবেক সভাপতি শামিম আহমেদ বাবু, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্লা শামিম হোসেন বাবু, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং থানা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী এবং খোকসার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও ভ্যান শ্রমিকদের হাতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং কর্মসূচির মূল উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

খোকসা বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরিফ বলেন,
তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি এদেশের আপামর জনগণের কল্যাণে প্রণীত। জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতেই আজকের এই কর্মসূচি।
সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামিম আহমেদ বাবু বলেন,

এই ৩১ দফায় দেশের কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের স্বার্থের কথা বলা হয়েছে। তাই আমরা এটি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছি, যাতে সবাই জানে বিএনপি জনগণের কথা বলে।

খোকসা পৌর বিএনপির নেতারা জানান, তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার অন্যান্য এলাকাতেও চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।