শান্ত বণিক, নরসিংদী
নরসিংদী সদর ও মাধবদী এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি পরিবেশ দূষণকারী কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্নসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে নরসিংদী পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর ও মাধবদী থানার অন্তর্গত আনন্দী এলাকার জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. (ব্যাটারি থেকে সীসা প্রস্তুতকারী কারখানা), বিরামপুর কালীবাড়ি এলাকার মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং, এবং দক্ষিণ শিলমান্দী পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি.—এই তিনটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।
এর মধ্যে জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি.-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর নিকট হস্তান্তর করা হয়। মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নরসিংদীর নিকট হস্তান্তর এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর নিকট হস্তান্তর করা হয়। একইভাবে আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নরসিংদীর নিকট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর নিকট হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য, র্যাব–১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সেবা সংযোগ বিচ্ছিন্নকরণে সহযোগিতা করেন।
এ সময় নরসিংদী পরিবেশ অধিদপ্তর-এর উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নরসিংদী পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.