জামালপুর প্রতিনিধি
জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। তবে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কলেজ শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী নাজমুল, নাসিব, তুলি, আজিজুর, রাব্বিসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর সড়ক দুর্ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজের দুই শিক্ষার্থী আরিফা আক্তার পলি ও সুমাইয়া জামান সিথি নিহত হন। এ ঘটনার পরও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত মহাসড়কে অবৈধ ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি দিতে যান। কিন্তু এক ঘণ্টা অপেক্ষার পরও জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ না করায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পরও জেলা প্রশাসনের কোনো প্রতিনিধি না আসায় শিক্ষার্থীরা আগামীকাল সকালে পুনরায় স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। পরে তারা অবরোধ তুলে নেন।

