Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খাজরায় শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন জামায়াতের তৎকালীন সভাপতি শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) কাপসন্ডা আল আকসা জামে মসজিদে খাজরা ইউনিয়ন জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিয়ন আমির মাওঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারী মাওঃ অহিদুজ্জামান শাহিন, সমাজ কল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান আলী, আনুলিয়া ইউনিয়ন আমির মাওঃ হারুন-অর রশিদ, আনুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারী মাওঃ আল আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জাবেদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাবেদ আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।