হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগান থেকে বন বিভাগ অবৈধভাবে কাটা প্রায় ১০৮ ফুট কাঠ জব্দ করেছে।যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বুধবার (২৯ অক্টোবর) সকালে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় দুইজন স্থানীয় সাংবাদিককে সাক্ষী রাখা হয়। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদের জানান,“আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ইউএনও স্যারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। এবার বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পাওয়ায় আমরা গাছগুলো জব্দ করেছি। পরবর্তী আদেশ পেলে মামলা দেওয়া হবে।”
অন্যদিকে, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। চা-বাগানের ব্যবস্থাপনায় অনেক অনিয়ম ও নীতিলঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব রয়েছে।”
অভিযানে সাক্ষী হিসেবে থাকা স্থানীয় সাংবাদিক ত্রিপুরারি দেবনাথ তিপু জানান, “ক্রমাগত কৌশলে এভাবে গাছ চুরি করা একটি ফৌজদারি অপরাধ। এর সঙ্গে স্থানীয় বন কর্মকর্তার যোগসাজশ আছে কি না, সেটিও তদন্ত করা জরুরি।”
উল্লেখ্য, বৈকুণ্ঠপুর চা-বাগানের দুই ম্যানেজার শামসুল হক ও গোলাম মহিউদ্দিন দীর্ঘদিন ধরে বাগানের গাছ কেটে পাচার করছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

