এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ সাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর, আম্রকানন মাদ্রাসার সুপার মাওলানা শাহাজান আলী, ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান ও সাংবাদিক প্রভাষক শেখ মোতাহারুল হক শাহিন প্রমুখ।

