Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা আজিজুল তছিমুদ্দিন (এটি) মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ২৯ অক্টোবর বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ভোটার সংখ্যা ছিল ৭৪০ জন। তার মধ্যে ৩৬০ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরামহীন স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখ তহিরুজ্জামান, ইয়াকুব আলী ও তবিবুর রহমান।

পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ফারুক হোসেন, জাকাত আলি ও আল মামুন। প্রশাসনিক সহযোগিতা করেন দেবহাটা থানার পুলিশ সদস্য ফয়সাল ও আকরাম হোসেন এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন, মজিবর রহমান ও রহমতুল্লাহ। অভিভাবক প্রতিনিধি ৪ পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন- ১। কওছার আলী, ২। ডাঃ মনিরুজ্জামান, ৩। দেলোয়ার হোসেন বাবলু, ৪। মোঃ আজাফুর রহমান, ৫। মোঃ মনিরুল ইসলাম, ৬। রবিউল ইসলাম ও ৭। শাহাদাত হোসেন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। ফলাফলে শাহাদাত হোসেন-২২৯ ভোট, মোঃ মনিরুল ইসলাম-১৫২ ভোট, রবিউল ইসলাম-১৫১ ভোট ও কওছার আলী-১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।