পিরোজপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতির সময় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে পাঁচ মামলার আসামি আলী ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলার পিরোজপুর-বরিশাল সড়কের চৌমাথা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো. জাকির মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, আলী ডাকাত এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, মাদক ও ইয়াবা ব্যবসাসহ অসংখ্য অপরাধে জড়িত ছিল। স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অথচ এখন সেই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে প্রচার করে নিরীহ গ্রামবাসী, উদ্ধারকারী ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “যারা প্রকৃতভাবে দোষী, তাদের আইনের আওতায় আনা হোক; কিন্তু নিরপরাধ সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।”
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাতে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নে ডাকাতির অভিযোগে মো. আলী হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.