শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে গোয়ালন্দ পৌরসভা ফুটবল দল টাইব্রেকারে ২-১ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা গোলশূন্যভাবে অমীমাংসিত থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা দল অংশ নেয়।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব সহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.