নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, এর নির্দেশনায় বুধবার (২৯ অক্টোবর) নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মদনপুর রোডে টহল ডিউটিকালে অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, নরসিংদী থেকে মদনপুর রোড পর্যন্ত, ৫ নম্বর ব্রিজ থেকে ৬ নম্বর ব্রিজ পর্যন্ত চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল এবং নজরদারি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পুলিশ টিম নিয়মিত ডিউটিতে অবস্থান করছে এবং সন্দেহজনক কার্যকলাপে দ্রুত অভিযান চালাচ্ছে।

