আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লিগ্যাল এইডের প্রধান উদ্দেশ্য হলো আইনের চোখে সকলের সমান অধিকার নিশ্চিত করা, বিচারপ্রার্থীদের আইনি অধিকার রক্ষা করা।
তিনি বলেন, লিগ্যাল এইড কোন করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি লিগ্যাল এইডের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান খান, ডা. ফরহাদ জামিল, বারের সভাপতি অ্যাড. এম, শাহ আলম ও সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, দুদকের পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান, নাজমুন নাহার, ওসিসি'র আব্দুল হাই সিদ্দিকী, মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে বেগবান করতে জেলায় ৭৭টি ইউনিয়ন কমিটিকে সক্রিয় করণ, জুম মিটিং করাসহ বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমগ্র সভাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ লিটন দাশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.