Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বন্ধ হলো ‘বিসিক উদ্যোক্তা মেলা 

সাতক্ষীরা প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

স্টল নির্মাণের মাঝপথেই বন্ধ হয়ে গেলো সাতক্ষীরায় বহুল আলোচিত ‘বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব।’ আগামী ৫ নভেম্বর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলাটি উদ্বোধনের কথা থাকলেও বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মেলাটি স্থগিতের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের মিডিয়া সেলের এনডিসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,“সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের মতামতের ভিত্তিতেই মেলা স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে সুবিধাজনক সময়ে মেলার আয়োজন করা হবে।”

তবে জেলা প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন স্টল বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে দেখা যায়,মেলার জন্য ইতোমধ্যেই অসংখ্য স্টল নির্মাণ শেষ হয়েছে।

কুমিল্লার ওলি আহমেদ, চাঁদপুরের মোস্তফা, ঢাকার মালেক, মাগুরার সুমন ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনসহ একাধিক ব্যবসায়ী বলেন,“আমরা ৪ দিন ধরে সাতক্ষীরায় অবস্থান করছি। স্টল বরাদ্দও নিয়েছি। হঠাৎ মেলা স্থগিতের ঘোষণা আসায় আমরা হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছি।”

এনডিসি মো. সাইফুল ইসলাম আরও জানান,“মেলা স্থগিতের সিদ্ধান্ত জেলা প্রশাসকের একার নয়; এটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুযায়ী গৃহীত হয়েছে।”

তবে মেলা স্থগিতের পেছনে অনিয়মের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ভাদ্র মাসে সাতক্ষীরার গুড় পুকুর এলাকায় মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন নড়াইলের মানিক সিকদার। তখন কিছু রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের অর্থ প্রদানের বিষয়টিও আলোচনায় আসে বলে জানা যায়। পরে প্রশাসনিক জটিলতায় সেই মেলা না হলেও, একই চুক্তিতে ‘বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মেলা পরিচালনাকারী মানিক সিকদার বলেন,“সাতক্ষীরায় অনেক মত ও গ্রুপ রয়েছে,এই কারণেই মেলা হচ্ছে না।”

স্টল বরাদ্দ বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ও প্রশাসনের সঙ্গে ১৭ লাখ টাকার চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

স্থানীয় বাসিন্দারা বলেন,“প্রতি বছর এসব মেলার নামে পকেট বাণিজ্য চলে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশও নষ্ট হয়। এই ধরনের বাণিজ্য মেলা স্থায়ীভাবে বন্ধ করা উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।