রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তেরখাদায় রাজনৈতিক উচ্ছ্বাসের নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। “ভোট দিলে, ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে”—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বারাসত ইউনিয়নের আবনালী এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত এক উঠান বৈঠক। এলাকাবাসী, রাজনৈতিক কর্মী ও যুবকরা অংশ নেন এক উৎসবমুখর পরিবেশে, যা দেখার মতো ছিল।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক।
তিনি বলেন,“জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের নতুন দিকনির্দেশনা। নারী অধিকার ও ক্ষমতায়ন, যুবসমাজের কর্মসংস্থান, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।”
পারভেজ মল্লিক আরও বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা আমাদের দায়িত্ব। জনগণের শক্তিই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, বিএনপির নেতা গোলজার আলম, আবু খায়ের, শেখ লালিম, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, আসাবুর রহমান,বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল, দাউদ আলী শেখ, মুরাদ বিশ্বাস, রবির বিশ্বাস, সামাদ বিশ্বাস, ফারুক ও বিল্লাল প্রমুখ।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৈঠকটি পরিণত হয় এক মিলনমেলায়। তরুণ ও প্রবীণরা একসঙ্গে শ্লোগান দেন—“ধানের শীষে ঐক্য, ধানের শীষে পরিবর্তন।” বৈঠকের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, উঠান বৈঠক কেবল রাজনৈতিক সমাবেশ নয়; এটি জনগণের আশা, আকাঙ্ক্ষা ও ঐক্যের প্রতীক, যেখানে মানুষের কণ্ঠস্বরই পরিবর্তনের মূল শক্তি হিসেবে প্রতিফলিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.