কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ।
আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
বক্তারা জানান, ১৯৬২ সালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ের ২৬২ জন শিক্ষার্থী রয়েছে, অপরদিকে ১৯০৭ সালে ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১২৬ জন শিক্ষার্থী রয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী লেখা-পড়া করছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাঠ রয়েছে। এ মাঠের মধ্য থেকে রাস্তা পূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানান। শিক্ষার্থীদের চলাচলের মাঠের মধ্য থেকে রাস্তা থাকলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে।
এতে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। ফলে তারা এই রাস্তা অপসারণ চান। মানববন্ধনকারীদের দাবি স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণ করলে প্রতিষ্ঠান দু’টির শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাই তারা স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ১০ম শ্রেণির আফসানা মিম, ১০ম শ্রেণির আল রাফি, ৬ষ্ঠ শ্রেণির মাশরাফি মর্তুজা, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান ও কাঠালিয়া উপজেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক নেতা মহিউদ্দিন কালু মিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.